(শুভাকাঙ্খী)

অনেক কিছু চোঁখের সামনে ঘটে গেলেও যে আমি অন্ধ না সেই টা ভাবা ঠিক না,ঠিক তেমনি অন্ধ চোঁখে কারো জন্য অফেক্ষা করা খুব যন্ত্রণা। অপেক্ষা ভীষণ কষ্টের কঠিন যাতনা,যদিও সেই শুভাকাঙ্খী বোঝে বা জানেনা অনুভবেও বুঝতে চাইনা কারণ মানুষ বড় একা।

Leave a comment