(সব ভুল)

ঈশ্বর আমাকে কেনো দিয়েছে মৃত্যু পাপ অহংকার, কেনো আজ আমার মন হইলো না অলংকার। কে দিবে আমাকে আমার সব কথার জবাব জন্মের পর পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন থাকতেও অনুভব করতে হয় কেনো আমার কেউ নেই,,আমি কে কোথা থেকে এসেছি কাউকে কি কনো কথা দিয়ে রেখেছি তবে আমি কি সেই।বড় হওয়ার পর ইজ্জত রক্ষা করতে কাফনের কাপড় জন্মের শুরুতে খালি সব অঙ্গ বুঝতে পারায় সব কিছু ভঙ্গ গড়তে না পারা আদর্শ,, কেনো যেদিকে তাকায় দেখি কালো নেই আলো সবাই ভাবে সে নিজেই নিজের কাছে অনেক ভালো তাহলে কেনো হবে পৃথিবী ধ্বংস?

Leave a comment