পৃথিবীর বুকে থাকা সব চেয়ে সুন্দরী একটি নারীর দিকে কত সময় তাকিয়ে থাকা যায় আমি জানিনা,,কারণ আমি কখনো ঐ ভাবে দেখিনি অথবা তেমন কেউ আমার জীবনে আসেনি আমি এখনো খুব বড় একা।তবে কেউ পারলেও কষ্ট হবে পলক পড়বে আড়াল হবে মাঝে মাঝে ঝাপসা লাগবে সুতরাং তুমি পারবে না হারিয়ে ফেলবার ভয় আছে,,কিন্তু আমি ঐ রুপ দেখে পৃথিবীর সমস্ত সব কিছু ভুলে থাকতে পারি নেই আধার নেই আলো পড়েনা পলক কতটা স্বচ্ছ বুঝাতে কষ্ট হবে আমার আমি দিশেহারা আমি দিওয়ানা আমি পাগল মন উতলা হয়ে আছে সে আর একটি বার আসতো আমার বিশ্বাস সে আসবে আবারো আমার স্বপ্নে।