(কবিতা)

Rs Rana

আমি অল্প ভাষায় বাংলা কবিতা লিখতে পছন্দ করি, আমি সাধারণ একজন নয় কবি।আমি অন্যের কিছু গাওয়া গান গায়তে ভালোবাসি,,খুব ইচ্ছে আমি একদিন হবো শিল্পী। আমার ভাবনায় একটি কবিতা লিখছি,আমি পাগলপারা আমি উদাসী। স্পর্শ করিনি তবুও অনুভবে ছুঁয়েছি,,নারী তুমি নম্র ভদ্র কমলিনী সুভাষীনি মনমোহিনী।

Leave a comment