রাত জাগা মন আমার

রাত হলে আমার অনেক কথা মনে পড়ে,কিছু সৃতি কিছু সৃষ্টি সুখ দুঃখের কষ্টে। মন বলে পাহাড় থমকে যাবে আমাকে দেখে,মেঘ ছবি আঁকবে আমাকে জল চোঁখে। চাঁদ ছুঁয়ে যাবে ভেজা ভেজা বাতাসে আমার বুকে,মন উড়ে বেড়ায় আমার আমি পৃথিবীর বুকে।

(ভালোবাসা)

ভালোবাসা বলতে কিছু নেই আছে লালসা সার্থ,আছে মেলামেশা মিল মহব্বত। চাওয়া পাওয়ার জন্যই বেঁচে থাকা,,অথচ পৃথিবীতে কিছুই আমার না।চলে যেতে ইচ্ছে করে জঙ্গলে ফিরতে মন জাগেনা,ফেরারি মন কেনো এত অচেনা।

(পাপিষ্ঠ)

মাঝে মাঝে মনে হয় খুব জোরে আওয়াজ করে কান্না করি,কারণ আমি আমার কষ্ট কে কি ভাবে যেনো ওজন করে ফেলি।আবার অনেক সময় নিয়ে একটা কুৎসিত ভাবনা ভাবি,আর কবে কি ভাবে স্পর্শ করবো একটি নারী।ক্ষনে ক্ষনে গোপনে আমি কেঁদেও হাসি,,তখন খুব খারাপ লাগে উপর ওয়ালার দিকে তাকিয়ে দেখি আমি যে পাপি।

(আদর্শ)

তুমি বিধির বিধান মানতে শেখো, দেখবে তোমার ভীতর এমনিতেই আসবে মা ফাতেমা ও রাসুলের আদর্শ। আছে দার্শনিক আছে পবিত্র পাঠক আছে নিয়ম আরো আছে ভদ্রতা,,কেনো তুমি এখনো ডুবে আছো কে তুমি কেনো করো যৌবন ব্যবসা।

(শুভাকাঙ্খী)

অনেক কিছু চোঁখের সামনে ঘটে গেলেও যে আমি অন্ধ না সেই টা ভাবা ঠিক না,ঠিক তেমনি অন্ধ চোঁখে কারো জন্য অফেক্ষা করা খুব যন্ত্রণা। অপেক্ষা ভীষণ কষ্টের কঠিন যাতনা,যদিও সেই শুভাকাঙ্খী বোঝে বা জানেনা অনুভবেও বুঝতে চাইনা কারণ মানুষ বড় একা।

(Single)

আমার মন শুধু মাত্র প্রেমের জন্য,, তা-ই আজো রয়ে গেলাম ভালোবাসার Single শো-রুমে আমি নিম্নতম পূণ্য।

(ভগবান)

ঈশ্বর মানেই সব কিছু আল্লাহ ভগবান, আর যে বস্তুর নাম থাকে নিশ্চয়ই তার আকার আছে এসো করি তাহার আহবান। যার ইবাদত পুজা করি সে তুমি যার হিংসা নিন্দা বলি সে তুমি,, এসো সেই একটি পথে সেই একটি স্বপ্ন খুঁজি,নিঃশব্দে নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে নিঃস্বাসে ফুটবে ফুল শেষ গলিতে বিশ্বাসে অলি।

(সব ভুল)

ঈশ্বর আমাকে কেনো দিয়েছে মৃত্যু পাপ অহংকার, কেনো আজ আমার মন হইলো না অলংকার। কে দিবে আমাকে আমার সব কথার জবাব জন্মের পর পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন থাকতেও অনুভব করতে হয় কেনো আমার কেউ নেই,,আমি কে কোথা থেকে এসেছি কাউকে কি কনো কথা দিয়ে রেখেছি তবে আমি কি সেই।বড় হওয়ার পর ইজ্জত রক্ষা […]

(স্বপ্ন)

পৃথিবীর বুকে থাকা সব চেয়ে সুন্দরী একটি নারীর দিকে কত সময় তাকিয়ে থাকা যায় আমি জানিনা,,কারণ আমি কখনো ঐ ভাবে দেখিনি অথবা তেমন কেউ আমার জীবনে আসেনি আমি এখনো খুব বড় একা।তবে কেউ পারলেও কষ্ট হবে পলক পড়বে আড়াল হবে মাঝে মাঝে ঝাপসা লাগবে সুতরাং তুমি পারবে না হারিয়ে ফেলবার ভয় আছে,,কিন্তু আমি ঐ রুপ […]